রামায়ণ : আদিকাণ্ড – ঋষ্যশৃঙ্গের লোমপাদ রাজ্যে গমন ও অনাবৃষ্টি নিবারণ
কোলে করি বসাইল নৌকার উপর।
বাহ বাহ বলি বুড়ী ডাকিছে সত্বর।।
তরণী বাহিয়া যায় মুনি নাহি জানে।
ঋষ্যশৃঙ্গে বলে বৈস ব্যাঘ্র আছে বনে।।
লোমপাদ রাজ্যে মুনি দিল দরশন।
অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হইল তখন।।
লোমপাদ জানিল মুনির আগমন।
পাদ্য অর্ঘ্য দিয়া পূজে মুনির নন্দন।।
কন্যাহীন লোমপাদ শান্ত অভিধান।
দশরথ-কন্যাকে মুনিরে দিল দান।।
সম্বন্ধে সে মুনি রাজা তোমার জামাই।
তাঁহাকে চাহিয়া আন লোমপদ ঠাঁই।।
দশরথ বলিলেন কহ হে নারক।
পুত্রশোকে কেমনে বাঁচিল বিভাণ্ডক।।
যেই দেশে হয় ঋষ্যশৃঙ্গ-উপাখ্যান।
অনাবৃষ্টি ঘুচে হয় সে দেশে কল্যাণ।।
কৃত্তিবাস পণ্ডিতের কাব্য অনুপম।
সানন্দে বসিয়া সবে শুন রামনাম।।