এসেছে দ্বারে রাঙিয়ে ফাগুন
উতলা হলো যে প্রকৃতির মন
লাল পলাশ আর কৃষ্ণচুড়ায়
দখিনা বাতাসে লাগাল নাচন।
মুকুল ধরেছে আম বাগানে
অলি যে আসে তার ঘ্রাণে
রঙে রাঙানো বসন্ত ফাগুনে
সেই সুর লাগুক সবার প্রাণে।
এসেছে দ্বারে রাঙিয়ে ফাগুন
উতলা হলো যে প্রকৃতির মন
লাল পলাশ আর কৃষ্ণচুড়ায়
দখিনা বাতাসে লাগাল নাচন।
মুকুল ধরেছে আম বাগানে
অলি যে আসে তার ঘ্রাণে
রঙে রাঙানো বসন্ত ফাগুনে
সেই সুর লাগুক সবার প্রাণে।