তুমি প্রণাম নিও
সবটুকু রোদ ফুরিয়েছে
ছায়ার মত দাঁড়িয়ে
কাছে দুরে
প্রতিদিন দেখি
নীল অন্ধকার আয়নায়
ঝরাপাতার উৎসব
হৃদয় একটি শ্মশান
পৃথিবীর হাতে একতারা
র্জীন পোশাক ফেলে
নগ্ন হব,
বাউল পথগুলি মন হারানোর ঠিকানা
তোমার গানের মাটি নিয়ে লিখবো ফকিরি
তুমি প্রণাম নিও
সবটুকু রোদ ফুরিয়েছে
ছায়ার মত দাঁড়িয়ে
কাছে দুরে
প্রতিদিন দেখি
নীল অন্ধকার আয়নায়
ঝরাপাতার উৎসব
হৃদয় একটি শ্মশান
পৃথিবীর হাতে একতারা
র্জীন পোশাক ফেলে
নগ্ন হব,
বাউল পথগুলি মন হারানোর ঠিকানা
তোমার গানের মাটি নিয়ে লিখবো ফকিরি