নীল নীল আকাশে
সাদা সাদা মেঘেরা
লাল লাল পলাশে
গুন গুন ভ্রমরা।
বনে বনে উল্লাসে
নেচে নেচে পাখিরা
শাখে শাখে সুবাসে
শত শত ফুলেরা।
রঙে রঙে আভাসে
দলে দলে অলিরা
আয় আয় হরষে
কচি কচি ছেলেরা।
শন শন বাতাসে
খস খস পাতারা
খুশি খুশি আবেশে
রাশি রাশি ভোমরা ।
নীল নীল আকাশে
সাদা সাদা মেঘেরা
লাল লাল পলাশে
গুন গুন ভ্রমরা।
বনে বনে উল্লাসে
নেচে নেচে পাখিরা
শাখে শাখে সুবাসে
শত শত ফুলেরা।
রঙে রঙে আভাসে
দলে দলে অলিরা
আয় আয় হরষে
কচি কচি ছেলেরা।
শন শন বাতাসে
খস খস পাতারা
খুশি খুশি আবেশে
রাশি রাশি ভোমরা ।