নীল রক্তের নেই অভিমান,
আটপৌরে রক্ত নিয়ে বেশ আছি।
কিন্তু গোলাপ কলিতে কীটের দংশন
রাবন রাজার বংশে বিভীষণ!
বিশ্বাসের বাসায় ঘুনপোকা,
মেহগনি নকশা আঁকা পালঙ্কের তলানিতে ছারপোকা, কুটুস কুটুস কাটছে নিরন্তর।
পোড়া কপাল……
ছায়াকেও আজ ভয় – ভয়ঙ্কর, বিভৎস
নিজের উপর করুনা-যেমন কর্ম, তেমন প্রতিফল!
তিল তিল জমা পুঁজির ঘরে ধর্মঘট
বাঘের ঘরে ঘোগের বাসা!
সমুদ্র পাড়ে বালুর কেল্লা
জোয়ারের জলে সমতল।
পিতলের কলসির তলানিতে ফুঁটো
পুকুরে পাঁক দিয়ে কি রিফু করা যায়!
অমাবস্যা নিঝুম রাতে কর্কশ ভুতুম পেঁচার ডাক
চোখের পাতা ভারী। বিনিদ্র রাত।
চিতার লেলিহান শিখার তাপে সিদ্ধ রাজা হরিচন্দ্র
অধীর অপেক্ষায় সুদিনের আশায়।