আকাশ নীলাভ সাদা পাহাড় নিকট,
জোড়- হাত বুদ্ধ মূর্তি সুন্দর প্রকট।
চারিদিকে সবুজের স্নিগ্ধ সমারোহ,
বৌদ্ধ মঠ বিরাজিছে পবিত্র আবহ।
সুসজ্জিত পরিবেশ কত বৃক্ষ তায়,
সিঁড়ি দিয়ে ধাপে পথ বুদ্ধ কাছে যায়।
গৌতম বুদ্ধের শিষ্য থাকে বারোমাস,
শান্ত এই মঠ মাঝে সন্ন্যাসী আবাস।
ধ্যানে মগ্ন সদা রয় বিদগ্ধ শ্রমণ,
প্রধূমিত কক্ষে করে বুদ্ধের স্মরণ।
মনোরম শোভা রাজে যেন স্বর্গধাম,
নীরবে নিভৃতে করে তথাগত নাম।
পদ্মাসনে উপবিষ্ট বুদ্ধ ভগবান
ভক্ত জন এসে করে ভক্তিতে প্রণাম।
পাহাড় পর্বতে তাঁর যত মূর্তি আছে
জুড়ায় শরীর মন এসে তাঁর কাছে।