মনে হয়েছিলো যদি অন্ধ হয়ে যাই দেখতে পাবো না।
এই তো দেখছি বেশ, দেখতে পাচ্ছি, সোনা জ্ব’লে
উঠছে অন্ধকারে, জলের গভীরে কাঁপছে মাছ
রঙের ছোপের মতো;
মনে হয়েছিলো যদি বধিরতা নামে শুনতে পাবো না।
এই তো শুনছি বেশ, শুনতে পাচ্ছি বাঁশি বেজে
উঠছে সমস্ত ছিদ্রে, জ্যোৎস্নায় বাজছে বাতাস
জলের শব্দের মতো।
দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি- অন্ধকারে ওড়ে পাখি
জ্যোৎস্নায় বেজে চলে বাঁশি।