ভাগ্য যখন কৃপণ হয়ে আসে ,
বিশ্ব যবে নিঃস্ব তিলে তিলে ,
মিষ্ট মুখে ভুবন – ভরা হাসি
ওষ্ঠে শেষে ওজন – দরে মিলে ,
বন্ধুজনে বন্ধ করে প্রাণ ,
দীর্ঘদিন সঙ্গীহীন একা ,
হঠাৎ পড়ে ঋণশোধেরই পালা ,
ঋণীজনের না যায় পাওয়া দেখা ,
তখন ঘরে বন্ধ হ রে কবি ,
খিলের পরে খিল লাগাও খিল ।
কথার সাথে গাঁথো কথার মালা ,
মিলের সাথে মিল মিলাও মিল ।
কপাল যদি আবার ফিরে যায় ,
প্রভাত – কালে হঠাৎ জাগরণে ,
শূন্য নদী আবার যদি ভরে
শরৎ – মেঘে ত্বরিত বরিষনে ,
বন্ধু ফিরে বন্দী করে বুকে ,
সন্ধি করে অন্ধ অরিদল ,
অরুণ ঠোঁটে তরুণ ফোটে হাসি ,
কাজল চোখে করুণ আঁখিজল ,
তখন খাতা পোড়াও খ্যাপা কবি ,
দিলের সাথে দিল লাগাও দিল ।
বাহুর সাথে বাঁধো মৃণাল – বাহু ,
চোখের সাথে চোখে মিলাও মিল ।