প্রাগৈতিহাসিক যুগের
প্রপিতামহের অরণ্যের সভ্যতাকে
তাচ্ছিল্য ভরে আটকে রেখেছি
ইতিহাসের পাতায় ।
পুরনো সভ্যতার জঞ্জালকে
দুপায়ে মাড়িয়ে এগিয়ে এলাম
আজকের সভ্যতার এ স্বর্ণদ্বারে ।
আভিজাত্যের রঙিন রাংতায় মোড়া
মোদের চোখ ।
শক্তি ও বৈভবের মানদণ্ড মূল্যায়ন হয়
অমৃতের সন্তান মানুষের ।
অসংখ্য সংকীর্ণ ভৌগোলিক সীমারেখায়
খণ্ডিত পৃথিবী – বিভক্তিত সমাজ ।
প্রাগৈতিহাসিক সভ্যতার হিংস্র পাশবিকতা
আজ উজ্জ্বল আলোয় উদ্ভাসিত
আধুনিক সভ্যতার প্রশস্ত রাজপথে !
ইতিহাস হয়ে যাওয়া মহাপুরুষদের প্রতিকৃতি
চৌরাস্তায় সার্কাসের ক্লাউন !
বিচিত্র গণ-শ্লোগানে তাঁরা বিব্রত ।
প্রপিতামহের ঘুরন্ত আত্মা
থমকে দাঁড়ায় ; –
ভাবে , – এ হয়তো তাঁদের থেকেও
অযুত বছর আগের কোন বিলুপ্ত
নির্লজ্জ সভ্যতার ছায়াচিত্র ।