আয়ু শেষ হলে যেতে হবে চলে
চিতায় নয়তো গোরে,
মাটি সাথে মেশে গলে যাবে শেষে
অথবা আগুনে পোড়ে।
সময়ের ডাক কারে দেবে হাঁক
যায় নাতো আগে জানা,
বিধি লিপি লেখা যায় কিগো দেখা
পলক ফেলতে হানা।
আপন স্বজন দুখে ভরা মন
ভাসবে চোখের জলে,
মিতা নয় যারা হাবেভাবে তারা
দেখাবে দুখটা ছলে ।
যার যার ধর্ম মেনে রীতি কর্ম
শেষের কাজটি সাধে ,
শান্তির তরে শুভকাজ করে
শাস্ত্রের নীতি বাঁধে।
জীবন মরণ জানে সবজন
চির সত্য ভবে,
দয়াময় রবে কৃপা করে যবে
চরণে ঠাঁই টি হবে।