কত চেনা অচেনা ভিড়
ভিজিটিং আওয়ারে
অনেক দিন হাসপাতাল শাসনে
উঠোন জুড়ে উপুড় অভাবনা
আয়োজন
আর আমার মত মুখ নেই
বিমূর্ত পৃথিবী
দিন থেকে রাত গড়ায়
ভেতরের আয়নায় ভেঙে পড়া
অন্য আমি
আসলে তেমন কিছু হয় নি
ভিজিটিং আওয়ার গুলি
পঙ্গু করে শরীর ও মন
অনেক বড় করে দূর্বলতা
পরিশ্রমী হয়ে ওঠা
রোড জানালাতে বেলা ফুরানোর রোদ রোদ গল্প
রাত দুঃস্বপ্ন শোনায়
ওদের বুঝিয়ে দিতে পারি না
অঘটন নাগালের বাহিরে