পথে ঘাটে সর্বত্রই এক ভিন্ন ধরনের মানুষ
দেখতে পাওয়া যায়।
এরা আসলে অবিকল মানুষের মতোই দেখতে
কিন্তু মানুষ না
অমানুষ বলতে পারো!
এদের মানুষের মত হাত-পা ,পঞ্চ ইন্দ্রিয়ের সবকিছুই আছে,
নেই শুধু মানবিকতা।
এই একটা জিনিসেরই অভাব এদের মধ্যে,
বাকি সব কিছু ঠিকঠাক ।
তাই আপাত দৃষ্টিতে দেখলে এদের চিনতে পারা যাবে না।
এদের স্বভাবের কথা যদি বলতে বলো,
তবে বলি
এরা অত্যন্ত মিষ্টি স্বভাবের হয়ে থাকে।
কথাও বলে খুব মিষ্টি করে।
চোখে মুখে সবসময় একটা দুঃখ দুঃখ ভাব।
তোমার খুব ইচ্ছা করবে এদের সঙ্গে কথা বলতে,
মনের সব কথা উজার করে বলতে ইচ্ছা করবে।
আর এরা দুঃখের কথা শুনে প্রায় কেঁদে ফেলবে
অথবা তোমার দুঃখের সঙ্গে তার দুঃখের মিল খুঁজে বের করার চেষ্টা করবে!
তুমি আরো দুর্বল হয়ে পড়বে তাদের প্রতি।
তখন এরা ঠিক এই সুযোগটাই কাজে লাগাবে
তোমাকে বিপদে ফেলতে।
তুমি ঘুণাক্ষরেও টের পাবে না এদের আসল অভিসন্ধি।
যতদিনে চিনতে পারবে এদের ততদিনে দেখবে
অনেক দেরি হয়ে গেছে।
আর কিছু করার থাকবে না তোমার।
তখন মৃত্যুকেই সবচেয়ে আপন মনে হবে।
এই মুখোশ পরা মানুষগুলো হিংস্র নেকড়ের চেয়েও ভয়ঙ্কর।