ব্যাঙের সাথে গিরগিটি টার
বন্ধুত্ব হয় দেখি;
পিঠে চড়ে করবে ভ্রমণ
সবে বলে সেকি।
গলায় বাঁধন লাল রুমালে
গায়ে সবুজ জামা,
ডোরাকাটা জামা যে অঙ্গে
গিরগিটি দেয় হামা।
গানের নেশায় ছাড়ল গলা
গ্যাঙর গ্যাঙর করে,
ঝোপের পাশে লুকায় বন্ধু
যদি বৃষ্টি পড়ে।
ভ্রমণ শেষে ফিরবে দেশে
টুপি মাথায় ধরে,
বিলাত থেকে আনলো কিনে
খুশিতে মন ভরে।
এমন নজির পাবে কত
আছে বিশ্ব জুড়ে,
গরুর দুগ্ধ পানে চিতা
আদরে দেয় মুড়ে।