মিলেনিয়াম মিলেনিয়াম
চর্যাপদের পুঁথির পাতায়
আমিও ছিলাম,
অশ্বমেধের ঘোড়ার খুরে
আমিই ধুলো উড়িয়েছিলাম
গৌড় এবং বঙ্গ হলেও
বাংলা আমার আসল নাম
আমিই ওনার প্রথম পত্নী
ভারতবর্ষ বরের নাম
বাবু ভারত বুড়ো কুলীন
বাইশটা বৌ বাইশ ধাম
উঠতে বসতে তির শানাচ্ছে
সীমান্তে সব পরশুরাম
আমি বাবুর দুঃখীরানি
ঘুঁটেকুড়ানি মাথার ঘাম
টাকা পয়সা দেয় না কিছু
চাইলে বলে বিধিই বাম
এখনকার ভাঙা কুড়েয়
কেটে যাচ্ছে দিবসযাম
বরের দেওয়া লাঠি ঝাঁটায়
বঞ্চনাময় শহর গ্রাম
ডুবে যাচ্ছে ভেসে যাচ্ছে
আমার ঘরের দালান থাম
ভারতবাবুর হারেম ভর্তি
বহুবর্ণ রঙিন শাম
সবাই যদি পালায় তবু
আমি থাকব অহর্যাম
ভরতবর্ষ তোমার সঙ্গে
এত বছর কাটিয়ে দিলাম
এখন হাজার বছর পরে
বাংলা বউয়ের এই কি ইনাম
মিলেনিয়াম !