কীভাবে থাকবো ভালো , চারিদিকে রক্তের রণ !
বিবেকের ঘুম কাড়ে সচেতন চেতনার চোখ ।
যে যাকে মারছে তারা নিরুপায় সাধু সাধারণ
শাসক ট্রিগার চায় এ ওর শত্রু সেনা হোক ।
কীভাবে থাকবো সুখে , জিভে চড়া জলভাত মুখে ?
প্রতিযোগী পায়েদের কাঁধে ঘোরে লকলকে চাকা
কোনও দিকে তাকাবার ফুরসৎ প্রেম নেই ঝুঁকে ,
মগজের রাজনীতি ঝালে ঝোলে অম্বলে পাকা !
কীভাবে ভাবলে কবি , ভালোবাসা সহযোগী হবে !
জন্মাবো ” আমরা আমরা , তাই আমি”র কল্লোলে !
প্রকৃতি কবিতা লেখে সোনালী শীষের মিলে যব-এ
বিচ্ছেদ ফাঁক জুড়ে মিলনের হরফ হিল্লোলে ।