নীল আকাশের বিশাল সামিয়ানায় হাজার রঙের মেলা,
আনন্দে লুটোপুটি অগুন্তি সব কাগজপাখি,
ডানা মেলে লেজ নাচিয়ে আজ বাঁধনহারা,
ঘুড়ির আকাশ পুরোটাই জুড়ে মনের মিলনমেলা।
আট থেকে আশি বয়স সব মিথ্যে,
উৎসাহ উদ্দীপনায় টইটম্বুর খুশির জোয়ার,
সাজো সাজো রব লাটাই মাঞ্জায়,
জবর দখল রাস্তা পাঁচিল মাঠ থেকে ছাদ-
প্রাণের মেলায় মনের মেলায় মুখর পরিবেশ,
হ্যাচকা টানে সুতোয় সুতোয় চলে কাটাকাটি,
ভোকাট্টায় রয়ে যায় আনন্দের লহর খেলার ছলে……
মনখারাপের অযুত প্রহর বয়ে যাক জানালা গলে,
গুমোট ভাবটা কেটে উড়ুক প্রজাপতি সারি সারি।
মানুষের সাথে মানুষের দৃঢ় হোক প্রত্যয় বিশ্বাসের মানববন্ধন,
নানা রঙে মনের ঘুড়ির আকাশ হোক রংধনু রঙিন……..