মানুষ কাঁদে ভূমিষ্ঠ হওয়ার পর।
জীবনের পথে চলতে চলতে
বাড়ে অভিলাষ, বেড়ে চলে অহংকার।
ক্ষমতার লোভে মানুষ হানে
ভাইয়ের বুকে শেল।
ভুলে যায় সে’ও নয় মৃত্যুঞ্জয়;
একদিন শেষ হবে জীবনের খেল।
অতিমারী মহামারী,
আরো কতো প্রাকৃতিক বিপর্জয়
দুমড়ে মুচড়ে দেয় সব অহংকার-
প্রকৃতির কাছে মানুষ নিতান্ত অসহায়।
তবু ছাড়ে না অহংকার, কেড়ে নিতে চায়
গরিবের ধন, জীবনের সঞ্চয়।
হা হা, হা হা রে মানুষ, কি তোর স্পর্ধা!
প্রকৃতিকেও দিতে ছাড়ে না বিজয় বার্তা!
উন্নাসিকতা বাড়ে, বেড়ে চলে মহীরুহ সমান।
পতন অনিবার্য বুঝেও বোঝে না এতোই আত্মাভিমান।
এখনো আছে সময় ওরে অবুঝ
মোছাও আর্তের চোখের জল।
রাখো কিছু অক্ষয় কীর্তি ধরায়
হয়ে ওঠো মৃত্যুঞ্জয়।