যদি চলেই যেতে চাও যাও,কোন দুঃখ নেই,
কিন্তু যাবার মতো যেও,জয় করে,মাথা উঁচু করে,সদর্পে।
ভীরু কাপুরুষের মতো,বদনাম পকেটে ভরে নয়।
আদর্শটা এখনও আমাকে আকর্ষণ করে,
অন্য কেউ ভয়ে মরে,
ইতিহাসের পৃষ্ঠায় বীরত্বের,আত্মত্যাগের কথা লিখে যাও।
চারিদিকে ছিছিক্কার, বাঁকাচোখের টিপ্পুনি,
আজ আর কি তোমাকে স্পর্শ করেনা?
লাগামহীন অতীত ক্ষমতার লোভে ,লালায়িত স্পর্ধা আর-
চেতনাহীনতায় তুমি দূর-দুরান্তে মিলিয়ে যাচ্ছো।
আগামীর উত্তরাধিকারের কাছে নতমুখে-
আজকের ভুলের কৈফিয়ত দাখিলে থাকবে তো ?