রঙ করা সব বাসা দেখে,
খুঁজি ভালবাসা,
শক্ত পাকা ইটের ঘরে
বৃথাই করি আশা।
ঝগড়াঝাটি মারামারি
বিষয় বিষম্বাদ,
অর্থ নিয়ে অনর্থ সব
সেথা শান্তি বরবাদ।
ভালোবাসার বাসায় আগুন
জ্বলে দিনে রাতে,
অর্থের পিছে ছুটে ছুটে
ঘুম নেই চক্ষু-পাতে!
ওই যে দেখি, মাটির ঘরে
মায়ের ডাকে সব যায়,
তিনটে রুটি র টুকরো ভাগে
মিলেমিশে খায়।
নেই যে তাদের ঝগড়া বিবাদ
মুখে সদাই হাসি,
মাটির ঘরে স্বর্গ নামে
দেখি সেথায় আসি।