পাই না পাই চেয়েই যাই
সারাজীবন ধরে,
অনিত্য সব বস্তুগুলি
আঁকড়ে কোলে করে।
বেহেস্তে গিয়ে উঠব শেষে
বাক্স প্যাঁটরার সাজ
দেখব সেথা মগ্ন মনে
ঊর্বশীর নাচ।
এই আশাতেই বেঁচে থাকা
নয়ত কিসের সুখ
ফসিল হতে কেই বা চায়
জীবন কেলি বিমুখ।
অনন্ত এ বিশ্বধামে
কোথায় স্বর্গ, দোজখ
ভেবেছ কি, মন অনন্ত
চলন্ত এক সড়ক।
এই মর্তেই জন্মমৃত্য
এই মর্তেই দুখ ।
এই মর্তেই স্বর্গ নরক
এই মর্তেই সুখ।