স্বপ্নের ঘোরে আঁতকে উঠি,
মৃত্যুপুরীর মধ্যে এখনো বেঁচে আছি!
চারিদিকে শব আর শব! এ যেন
মর্গের মধ্যে স্বর্গের ঠিকানা খুঁজে চলা!
চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল
ভাই-বন্ধু, চেনা-অচেনার কত না হাজার শব!
কাল যারা ছিল, আজ তারা নেই, হয়তো
সঠিক সময়ে অমৃত্বের টিকা পেলে
এভাবে মরতে হতো না ওদের!
চোখের জল গিয়েছে শুকিয়ে,
কাঁদতে পারিনে আর!
আজ মনে হয়, মৃত্যুটাই স্বাভাবিক,
বেঁচে থাকাটাই কঠিন!
কর্মহীন বেকারের মতন মর্গের মধ্যে
জীবন খুঁজে ফেরা!
গৃহ বন্দী জীবন কাটালেও
পেটকে তো বন্দি রাখা যায় না?
খাদ্যের সন্ধানে বেরুতেই হয়!
কীট-পতঙ্গের মত জীবন এখন!
জানিনে, কোথায় মিলবে একটু অক্সিজেন,
কোথায় মিলবে মহামারীর অমৃতময় টিকা!
যারা মরে গেছে, মরে বেঁচে গেছে!
আমরা তো মরে বেঁচে আছি!