সরস্বতীর আজ হবে ভাসান
সময় বেছে নেয় মৃত্যু দিন,
বাতাসে ভাসে মৃত্যুঞ্জয়ী গান
মন তবুও হয়েছে যে মলিন।
তোমাকেই তো সরস্বতী ভাবি
বীণার তারে তুলেছো ঝংকার,
গানে গানে খুলেছ মনের চাবি
তুমি যে আজ সবার অহংকার।
তোমাকে আজ বিদায় দিতে মন
চায় না বলেই করুণ কান্না ঝরে,
গানের কথা ভাবলে বিলক্ষণ
তোমার কথা কেবল মনে পড়ে।
মন বসে না আমার কোন কাজে
মনের মধ্যে আছ তুমি আমার
মনে বিসর্জনের বাজনা বাজে
সরস্বতীর হল যে সময় যাবার।