ভাসিয়ে দিলাম মনের তরী
তোমার কথা শুনে।
তাইতো আমার সোনার তরী
উঠলো ভরে সুখে।
কল্পনার এই সোনার তরী
তোমায় নিয়ে ভাসাবো বলে,
বেঁধেছিলাম এই স্বপ্ন খানি
আজকে এসে চড়লে যখন
ধন্য হলো সে তরীখানি।
তরী নয়তো এ তো।
আমার জীবন আমার মরন,
তাইতো আমি স্বর্গসুখ
অনুভব করছি আজ এখন।
যে তরীতে তুমি আর আমি
আর কেউ থাকবে না সেখানে
চোখেতে চোখ রেখে,হাতেতে হাত ধরে।
স্বপ্ন আমার দিও না ভেঙ্গে
থাকতে চাই আমি এ স্বপন সুখে।