যুগে যুগে পীড়িত আমরা,
কী পরাধীন কিবা স্বাধীন!
পার্থক্য বোঝা বড়ো দায়।
সবাই আমাদের মঙ্গল চায়,
তাই বুঝি দলের ছড়াছড়ি!
এতো ভালো রাখার জায়গা নেই!
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট!
গণতন্ত্রের নামাবলি গায়ে,
গণতন্ত্রের বুলি মুখে মুখে,
ভিতরে ফ্যাসিবাদী চক্রান্ত অন্তহীন!
আফস্পা – আইনহীন আইন,
স্বাধীন গণতান্ত্রিক দেশে!
সন্দেহবশে গুলি করে হত্যা,
গণতন্ত্রের কী অপার মহিমা!
ব্রিটিশের তৈরি সন্ত্রাস দমন আইন,
আজও বহাল তবিয়তে বিরাজমান,
আরও বেশি কঠিন- কঠোর,
অনেক রক্তের বিনিময়ে,
বিতাড়িত সাম্রাজ্যবাদী ইংরেজ,
তারা স্বদেশেও রাখে নি এই আইন,
দানবীয় আইন আমাদের উজ্জ্বল!
প্রতিষ্ঠান বিরোধিতা করলেই গারদ,
স্বাধীনতার থার্মোমিটারে হিমাঙ্কে পারদ!
শহিদ স্মৃতি মুছে সৌধের বড়াই,
নিভল অমর জ্যোতি, পুড়ছে ইতিহাস,
মহান ঐতিহ্যের প্রতি কী নির্মম পরিহাস!
দেশপ্রেম ঢাকা পড়ছে রাষ্ট্রবাদে,
দেশপ্রেমের নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে,
স্বাধীনতাবিরোধীরা দেশপ্রেমিক সাজছে,
দেশপ্রেমিকদের হাইজ্যাকিং হচ্ছে !
গণতন্ত্রের বিরুদ্ধেই যুদ্ধ চলছে!
দীর্ঘ সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত,
স্বাধীনতা রক্ষাই এখন চ্যালেঞ্জ আমাদের।।