মন ও হৃদয় ছুঁয়ে যে যায়
শব্দবন্ধে অনেক কথা!
না বলা তো রইলো না আর
রূপক দিলো অনেক ব্যথা!
হয়তো জীবন অনেক কাড়ে
দেয় হয়তো এমন মানুষ
যার তরে এই হৃদয় ও মন
শরীর বটেই – বাকি ফানুস!
বোঝানো হায় যায় না আদৌ
মন মনে মিল ঠিক বুঝে নেয়
হয়তো অসম পিরীত সেটাই
কলঙ্কেরই দাগ দিয়ে যায়!
তবু সেটাই বাঁচিয়ে রাখে
ভালোবাসার অমোঘ টানে
জীবনকে শৃঙ্গারেই সাজায়
কীভাবে তা? মনই জানে!