জমাট প্রেমে মন মজেছে
রাতি পোহায় জেগে,
কথার পিঠে কথার রাশে
মোহের ঘোরটি লেগে।
পরিচয়ের সূত্রপাত যে
ফেসবুকেরি মাঝে,
ষোলকলায় অনুরাগের
সরগমেতে সাজে।
প্রেম যখনি জমাট ক্ষীরে
উতল হৃদি রসে,
এবারে হোক সামনে এসে
দেখাশোনা বসে।
চারি দিকে পড়লো সাড়া
এমন বার্তা নিয়ে,
কাঁকন বিবি করবে নাকি
আস্থা খাঁ’কে বিয়ে!
প্রথম দেখা চারি চোখের
লাজুক হাসি দিয়ে,
বিভোর মনে আবেশ সনে
হাতে হাতটি নিয়ে।
হৃদয় সাথে হৃদয় মিলে
ছাদনা তলে যবে,
খুশির আলো ঝলমলিয়ে
হাসলো দোঁহে তবে।