ভালো বাসব বললেই ভালোবাসা হয়ে যায়না
ভালোলাগা নালাগাগুলো একটু একটু করে
বুকের ভেতর লালন পালন করতে করতে
তা থেকে যেটুকু সঞ্চয় জমে দিনে দিনে
তাকে উপেক্ষা করে কেউ কারও
খুব কাছের বা দূরের হয়ে যায়না
ভালোবাসা শব্দটিই যেমন ভীষণ মিলন কাতর
তেমনি অসম্ভব বিরহ কাতর
শুধু উচাটন মনটাকে একটু একটু করে খনন করে
তা থেকে যেটুকু সম্বল জমে দিনে দিনে
তাকে অস্বীকার করে কেও কারও
খুব পছন্দের বা অপছন্দের হয়ে যায়না
ভালোবাসা শুধু সান্নিধ্যই চায় না
দূরত্বও চায় না
ভালোবাসা শুধু চায় নিঃস্বার্থ সমর্পণ
ভালো বাসব বললেই ভালোবাসা হয়ে যায়না
তবুও ভালোবাসা কেন যে দিশা হারায় মাঝে মাঝে
ঘনঘোরে আড়ালে আবডালে কে জানে !