ভালোবেসে যে আঘাত দিয়েছিলে আমায়,
তা বুক পেতে নিয়েছি।
সময়ের স্রোতে ভেসে এসেছি অনেক দূরে।
এলোমেলো নিজেকে গুছিয়ে নিয়েছি বহু আগেই।
স্মৃতিগুলো রাখা আছে হৃদয়ের পিঞ্জরে।
কর্মব্যস্ত জীবনে একটু আধটু কলমের আঁচড় কাটি মনের খেয়ালে।
সেদিন কথাকলির অনুষ্ঠানে ছিলে তুমি,
আমন্ত্রিত ছিলাম আমিও।
আজ দুজনে সম্পূর্ণ অচেনা,
কেউ জানতো না অতীত।
হঠাৎ শুনলাম এক ঘোষণা,
আমাকে সম্বর্ধনা দেওয়া হবে
তোমারি হাত দিয়ে,
অনেকক্ষণ চলল নিজের সাথে লড়াই,
চরম মুহুর্তে মুখোমুখি দুজন।
পুরুস্কার দেবার ছলে হাতে হাত রাখা,
সরিয়ে নিলাম এক অস্বস্তিতে।
মাইক্রোফোন হাতে প্রশংসায় পঞ্চমুখ তুমি,
আমার প্রতিক্রিয়ায় বললাম,
আজ সমৃদ্ধ আমি,
কোনো অচেনা মানুষের এত স্তাবকতায়,
মুখের দিকে তাকিয়ে ছিলে তুমি,
আমার চোখের সামনে
কেবল এক স্বার্থপর মানুষের
দুর্গন্ধ রূপ,
যার বেইমানি আমাকে দিয়েছে
এক মুক্ত আকাশ।
অনুষ্ঠান শেষে বারবার হাতছানি
দিয়েছিলে আমায়,
আজ আমায় ডাকার অধিকার হারিয়েছো,
তবু বলি, ভালো থেকো।