ভালবাসার সরজমিন ……পুরুলিয়া!
সে এক হেমন্তের ভোর! হিমকুয়াশায় ঢাকা পড়েছে পথও পাহাড়।জঙ্গলের হাতায় এক আনাড়ম্বর বন কুঠি…..তার সামনে বিরাট কটা কুসুমগাছ। চারদিকে গোলগোলি…চিংরি…ধাধকির ফুলে ঢাকা ঝোপ ।ভূতভৈরবী র ফুলের কী বাহার!!কমলা..হলুদ বা গোলাপী সাদায় বড় অহংকারী ওরা।কুঠির লাগোয়া তিন টি মহুয়া গাছ…..চৈত্র বৈশাখে তার মধু ফুলের লোভে রাতে নামে ভালুক দম্পতি….সামনে র পাহাড় থেকে।এই সব পাহাড়ি ঘাটে সাঁঝের ঝোঁকে হায়না …হূড়াল ..কখন ও কখনও হরিণ নামে…..। পাহাড়ে র গড়ানে পলাশবন । আযোধ্যার পাহাড়ে থরে থরে সাজানো প্রকৃতির ডালি। পাহাড়ে র পিঠে বন …বনে র পেটে ঝরণা . .ঝরণা য় বাজে পাহাড়ি ঐকতানে র সুর…পাহাড়চূড়া র সাদা পাথুরে বাটিতে যেন আকাশনীল আসব..মদিরা……লোকে বলে আপার ড্যাম ॥অতো বড় বাঁধের জলে আকাশ খানা ডুবেআছে….আর তার মাঝে মাঝে সাদা মেঘের ভেলা ভাসছে।
শুধু বন কুঠির হাতায় বসে বসে প্রকৃতির অপার লীলা দেখতে দেখতে কখন যে চাকা গড়িয়ে যাবে বুঝতেই পারবে না ।
ফাগুন মাসে প্রকৃতি পলাশ…শিমূলের রঙের উৎসবে মাতে! এখান কার কথায়…”ধাধকি..শিমূলের বড় মার গ্য….”
কুসুমের পাতার রক্তিমা লজ্জা দেয় অন্য বন কুসুম দের। সারা পাহাড়…জঙ্গল ফুলের আগুনে জ্বলতে থাকে….সবুজ গালিচায় আগুন রঙের মীনা কারি…..মন ভেসে যায় এই পাহাড়ি পথের বাঁকে॥
পুরুলিয়া যেন না পড়া পুঁথির পাতা….যখনই দেখবে তখনই নতুন ….নব নব রূপে তোমার প্রানে ভালো বাসার পরশ দেবে।বন …পাহাড়…জল তিনে র মেলবন্ধন এখানে ॥
বামনী ফলসেরব পাকদন্ডী বেয়ে….পাথর..বুনো লতার ঝোপ ডিঙ্গিয়ে নিচে নামার রোমাঞ্চ . .কিংবা ঝোরার জলে পা ডুবিয়ে পাথরে বসে থাকার আনন্দে র স্মৃতি…মনে র মনি কোঠায় আতরমাখানো স্মৃতি হয়ে জমা থাকবে!…অবসরের বিজন মুহুর্তে একটু একটু করে ঘোমটা খুলবে আর মন কে ভাল লাগায় ভরিয়ে দেবে॥
জয়চন্ডী পাহাড়ে র পাথুরে সৌন্দর্য….সোপান বেয়ে উঠলে যত না পাওয়া যায়….পাক দন্ডীপথে ওঠার আনন্দ ও সৌন্দর্য দুই ই যেন অতুলনী। শিউলি গাছে ঢাকা পাহাড়….মাঝে মাঝে ন্যাড়া পাথর….পাথর ফাটিয়ে জন্মেছেবিরাট বিরাট মহীরুহ…শিরিষ!অদ্ভুত বৈপরিত্য…..পাথুরে…শ্যামলিমা…মন ব্যাকুল হয়ে ওঠে॥
আর বর্ষায়….? প্রকৃতি যেন মন মোহনীয়া সুরে ডাক দেয়…মেঘের গুরু গুরু মাদলের সাথে..বৃষ্টিধারার রিনি ঝিনি তে মন ভেসে চলে কোন অজানায়…এক অপার্থিব অনু ভূতিতে মন .ভরে ওঠে॥সবুজ মখমলে মোড়া পাহাড়ে র গলা জড়িয়েধরা মেঘবালিকারা ক্ষনে ক্ষনে রূপ পরিবর্তন করছে….বৃষ্টিভেজা গাছ গাছালির পান্না সবুজে প্রানে র উৎসব।ঝরণা …নালায় জলের স্রোত…যেন আনন্দ ধারা বহিছে ভুবনে ……
জলজঙ্গলপাহাড়ে র আলপনা য় আঁকা পুরুলিয়া….আমার ভালোবাসার সরজমিন ॥