একবার ভালবাসার গল্পটা বলো
তারপর নিভিয়ো মোমবাতি
নাহলে জাহাজ ডুবে যাবে
এখানে শুধু আমরাই, শূন্য আশপাশ
এসময় বলা যায় সব
ভালবাসার গল্পটা বলো
যা হারিয়েছে হারিয়েছে, সে তো চিরকালীন
তাকে দেরাজে রাখো, যত্ন দাও, ভবিষ্যতে কাজে লেগে যাবে
ভালবাসার গল্পটা বলো, গেঁথে থাক দৃশ্য পরম্পরা
নেই বাড়তি সময়, ভরা হাট
বাদাম কিনে রাখো
কেনাকাটার সময় যা চাইছ তা ব্যাগ ভরে নাও
যে কাঠে আগুন জ্বালাবে ভাবছ
এখন বৃষ্টি অবিরত
কোন কঠিন দাহ্য ছোঁবে না তাকে
এসো আলনাটা গুছিয়ে বসি
ভালবাসার গল্পটা বলো
ভালবাসার গল্প ভুলে গেলে
নিষ্ঠুর মরুভূমি চোখে দেবে বালি
হাততালি দেবে মরীচিকা, ওরা সর্বগামী
ভালবাসার গল্পটা বলো ।