ইট কাঠ পাথরের জঙ্গলে
খুঁজে ফেরে, প্রাণদায়ী অক্সিজেন
অভাব সর্বত্র, নেই অক্সিজেন!
বাড়ছে মাত্রা – কার্বন ডাই অক্সাইডের
ঘরের ভিতর এসির হাওয়া,
মনোরম পরিবেশ :
বাইরে তখন জ্বলছে বাতাস
পুড়ছে অক্সিজেন ।
অকাতরে বৃক্ষনিধন, জঙ্গল করে উধাও,
মানুষের গ্রাসে পায়না রেহাই ;
প্রকৃতির ইকুইলিব্রিয়াম!
খাদ্য খাদক বদলে গিয়ে,
খাদক শুধুই মানুষ।
গ্লোবাল ওয়ার্মিং, গালভরা কথা ;
নেইতো কমাবার প্রয়াস!
বিশ্ব রাজনীতির করাল গ্রাসে –
পুড়ে ছাই হয় পৃথিবীর ফুসফুস – আমাজন
গরমের সময় হাহুতাশ, বৃষ্টি এলেই শেষ! আশ্বাস,
প্রকৃতির থাবা ওত পেতে আছে,
মানুষ, হয়ো না বেসামাল ।।