দীর্ঘ দুই দশক পর আবার সোশ্যাল মিডিয়ায় দেখলাম,
ভালোবাসাটা যে হবার ছিল না
সেটা বুঝেছিলাম বহু আগেই,
ভালোবাসার আঁচটা তোলপাড় করতো সবসময়,
সেটাও ভালোবাসাই ছিল কিনা জানিনা,
দ্বন্দ্বের দোলাচলে দ্যোদুল্যমান থাকতাম,
ভয়টা ছিল অন্যজায়গায়।
অনেক যন্ত্রণা, অনেক বিনিদ্র রাত কাটিয়েছি অবহেলায়।
প্রতি মুহূর্তে ভেঙেছি, নিজেকে শক্ত করেছি,
আবেগগুলো মুক্ত করে দিয়েছি নীলিমায়,
হারিয়ে যেতে চেয়েছিলাম,
ফিরে আসার জন্য।
আর ফেরা হলোনা।
ভালোবাসার মুক্তি আজ পাতায় পাতায়,
রোজ নিজেকে নতুনভাবে আবিষ্কার করি,
পরিণত মন আজ সংযত।
নেই পাওয়ার বাসনা,
নেই হারাবার ভয়,
আমার আমি আজ ভারমুক্ত।