ভারত দেশে স্বাধীন বেশে আমরা সবে
বল্গাছাড়া খুশির তোড়ে
চলবো সবে
নতুন ভোরে।
সুরের টানে সুরের তানে মিলছি মনে
স্বদেশ ভূমি ভারত মাতা,
তোমার পায়ে
নোয়াই মাথা।
দেশের গা’য়ে আঁচের ঘায়ে লড়াই করি
দেশমাতা যে মায়ের মত
রক্ষা করা
জীবন ব্রত।
বিজয় দিনে হৃদয় বীণে দারুণ ব্যথা
জীবন বাজী মরণ হানে
অমর কীর্তি
প্রাণের দানে।
স্বাধীন দেশে স্বাধীন হেসে কেতন তুলি
শহিদ গাঁথা মর্মে রাখি
ধূপ- সুবাসে
শ্রদ্ধা মাখি।