সোনা কুনোর বন্ধু দেখি
ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ,
ব্যাঙাচিটা খেলা করে
শোলে কামরায় ঠ্যাং।
ল্যাটা বোয়াল বাজায় তখন
মৃদঙ্গ ও ঢোল,
ব্যাঙাচিটা ভয় পেয়েছে
খোঁজে মায়ের কোল।
শিঙ্গি মাগুর হাসছে কেমন
গাইছে ভজন গান,
কুনো তখন সোনার ছানার
ভাঙায় দেখি মান।
শামুক আসে গুটি গুটি
কাঁদিস কেন ভাই?
শোল দাদা যে অকাজ করে
ঠাং টেনেছে তাই।
শিঙ্গি মাগুর খুঁজতে থাকে
কোথায় গেল কৈ!
ব্যাঙাচিটার কান্না থামা
দে না খেতে দৈ।
কাঁকড়া চিংড়ি ঘুঙুর বেঁধে
বলছে নাচের বোল,
ব্যাঙাচি তুই ছিঁচকাঁদুনে
কষ্ট পাচ্ছে শোল।