যেদিকে ছিল তীরের আন্দাজ মনস্বী আচরণে
তোমার কার্যকারণে
এলোমেলো কিছু বাতাস বয় দানবিক ত্রাসে ।
লক্ষ্যভ্রষ্ট করলো পথের নিশানা ,
আজ ভবঘুরে দিনটা যেন দিনযাপনে
নিতান্ত প্রেয়সী হয়ে বন্দী আছে
বুকের গরাদে ।
মুক্তি চাইলেই মুক্তি পায় না
শরসন্ধানে,
অথচ বাঁচা সহজতর ছিল
এই অন্যায় অপঘাতে ।