বসেছিলাম আপন মনে, গান শুনছিলাম
হঠাৎ তুমি কিছু বাসি ফুল হাতে দিয়ে বললে
‘ মালা গাঁথবে? ‘
কি যে হলো আমার! আমি বোকার মতো
ওই ফুল দিয়ে মালা গাঁথতে বসে গেলাম
খুব যত্ন করে, মন প্রাণ দিয়ে দিয়ে বসে গেলাম
মালা গাঁথতে
আমার সব চেষ্টা ব্যর্থ হলো!
ওগুলো যে বাসি ফুল,
একটাও পাপড়ি থাকছে না মালাতে,
ঝড়ে পরে যাচ্ছে ,পরে থাকছে শুধু সুতোটা
বাসি ফুল দিয়ে যে মালা গাঁথা যায় না
সেটা বুঝলাম!
প্রচন্ড কষ্ট হলো,
তোমার চাওয়া যে পূরণ করতে পারলাম না।
বুঝলাম কোনো চাওয়া যে ইচ্ছা মতো পূরণ হয় না
তাই সবকিছু সময়ের হাতে ছেড়ে দিলাম।