অবশিষ্ট বেলায় চেয়ে থাকি উন্মুখ আলোয়,
এখনও অনেকটা পথ বাকি-
এক মনোরম খন্ডচিত্রের অপেক্ষায় থাকে প্রতিশ্রুতির বিকেল,
বিলুপ্ত সুখের ছায়ায় জোনাকি বিধৌত আলপথ ছুঁয়ে হেঁটে চলি,
সাদাকালো শৈশব সহযাত্রী হয় আবছায়ায় একান্তে……..
তেমন করে আর ভাবায় না অতৃপ্তির অন্তঃস্থ কোলাহল,
অভ্যাসী চৌকাঠে পা রাখি নিভৃতে,
অভিমানের ভারী পারদে আবেগগুলো যেন ভাসমান পালক,
জড়িন সুতোয় আজও বাঁধা থাকে কল্পনার ইচ্ছেগুলো ।
যে টুকু পড়ে থাকে থাক-
বেলাশেষে স্মৃতির দলভারে সরব রঙিন ঝলকানি,
বলিরেখা দৃঢ় ছাপ রেখে যায় ঋতুর সুনিপুণ আলোছায়ায়,
তৃষ্ণার্ত অনুভূতির চাতকের ঠোঁটে ঝরে অন্তমিল ধারাপাত,
অবশিষ্ট ভাগশেষ মিটিয়ে দেয় সব দেনাপাওনা।