অঝোর ঝরা বৃষ্টি শেষে উঠলো হেসে রবি,
প্রাণের সাড়া চতুর্দিকে কাব্য লেখে কবি।
বৃষ্টি স্নাত মাতৃভূমি সোঁদা মাটির ঘ্রাণ,
পাখপাখালি আনন্দেতে করে কূজন তান।
টোকা মাথায় জমির মাঝে করছে চাষি চাষ,
ফিঙের দল উড়ছে সবে ক্ষেতে তাদের বাস।
আলের জলে বকের সারি খুঁজে বেড়ায় মাছ,
শঙ্খচিল তারই ফাঁকে ঘুরে জলার কাছ।
ভেকেরা সব ঘ্যাঙর ঘ্যাঙ গাইছে সুরে গান,
ভরা কোটাল নদীর জলে আসবে বুঝি বান।
কদম ফুল হাসছে সুখে সাদা হলুদে রাশে,
পদ্ম কলি দোদুল দুলে দিঘির জলে ভাসে।
পানকৌড়ি ডুব সাঁতারে পুকুরে ‘পরে খেলে,
রাজহংসী চেঁচায় জোরে পাখনা দুটি মেলে।
শ্যামল ঘন মাতৃভূমি আমার দেশ মাতা,
জন্ম নিয়ে ধন্য আমি ঠেকাই পদে মাথা।