ওরে বৃষ্টি মাখা মিষ্টি মেয়ে,
কেমন আছিস বল?
তোর উঠোন জুড়ে বৃষ্টি ধ্বনি
ছলাৎ ছলাৎ জল।
যেই না বিকেল আকাশ কালো,
শিরশিরানি ঝড়ো হাওয়া,
শরীর-মন জুড়ে জল তরঙ্গ,
আমার চাতক চাওয়া।
এ বৃষ্টিভেজা নুপুরধ্বনি,
উঠান – চাতাল ঘর,
কাঁপছি আমি উত্তেজনায়
হৃদয় অলিন্দে জ্বর।