যদি হতাম বৃষ্টি মেয়ে,
ঝরতাম মনের সুখে অঝোর ধারে।
আম কুড়াতাম পুকুড় পাড়ে,
ঝালনুন মাখিয়ে খেতাম আনমনে।
হতাম যদি বৃষ্টির ফোঁটা
রামধনু রঙ আলোর্চ্ছটা
লিখে যদি দিতিস দু চার কলি
প্রেম পড়তাম,তুই হতিস আমার প্রিয় কবি।
যদি হতাম বৃষ্টি মেয়ে,
ঝরতাম মনের সুখে অঝোর ধারে।
আম কুড়াতাম পুকুড় পাড়ে,
ঝালনুন মাখিয়ে খেতাম আনমনে।
হতাম যদি বৃষ্টির ফোঁটা
রামধনু রঙ আলোর্চ্ছটা
লিখে যদি দিতিস দু চার কলি
প্রেম পড়তাম,তুই হতিস আমার প্রিয় কবি।