তোমার মধ্যে হঠাৎ পরিবর্তনের
ভাষা আমি বুঝি না,
বুঝি না আবহাওয়ার মতো তোমার
রূপান্তরিত হওয়া।
কখনো তুমি নির্মল আকাশ, কখনও তুমি উত্তাল ঝড়, কখনও তুমি মধ্যে দুপুরের গনগনে আঁচে রৌদ্দুর।
ঋতুদেরও পরিবর্তন হয়, তবুও সে ফিরে আসে বারবার।
জানান দেয়,দেখো আমি আছি চিরতরে, তোমারই অন্তরে।
তোমায় নতুন করে পাবো বলেই,মেঘ-বৃষ্টির এই লুকোচুরি খেলা!
ভালোবাসি তোমায় বকুল ফুলের
বৃষ্টি ভেজা গন্ধের মতো,
আমার আমি টা পুরোনো হলেও,
ছাদের চিলেকোঠা ঘর,
বকুল গন্ধে ভরিয়ে রাখি,
হারিয়ে যাবো না বলেই।
ভালোবাসলে,কৃষ্ণচুড়ার মতো করে এসো, রাঙিয়ে তোলো আকাশ,বাতাস,প্রকৃতিকে।
নিঃশব্দে ভালোবাসা এলেও,
সে ঠিক জানান দেয়,
তার নিজস্ব প্রকাশ ভঙ্গিমায়।
ভালোবাসলে গোলাপের কাঁটার মতো, ভালোবেসো সকল ভয়ের বাঁধা, বিপত্তি এড়িয়ে।
তোমার আকাশে বৃষ্টি হয়ে নির্দ্ধিধায় ঝরে পড়ি।
নিজেকে সমর্পণ করি
তোমার চরণে।
তারপরও যদি হারিয়ে যাবো বল,
তবে জলভারা মেঘে, হ্যামিলটনের বাঁশির সুরে উড়ে চলি সুখা কোন মরু প্রান্তে, বকুল গন্ধ ঝরিয়ে।