মেঘকে রাজা দিলেন বেচে!
সেই কথাতে সকল চাষি,
রাজার ওপর গেলেন ক্ষেপে।।
কিন্তু তাতে কী আসে যায়?
দিনের বেলায় পুকুর চুরি?
রাজার চালে কিস্তি মাত হে
মিথ্যা বোলে হে ঝুরি ঝুরি!
রাজা সে তো রাজাই থাকেন
চাষাই মির্জাফর হায় দাগী
বোঝেন তাদের আর গতি নেই
ত্যাজ্য সব রাজনীতির লাগি?