ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
মাঠ পেরিয়ে বৃষ্টি এলো,
এলো আমার ছাদে,
অনেক দিনের বাদে।
ভিজলো আমার এলোচুল
আর ফুটলো কদম ফুল,
ভিজলো আমার দু’নয়ন
আর যত্নে রাখা এই মন।
বললে বৃষ্টি, “যাচ্ছ কোথা
থাকবো কি আমি একা?
তোমার সাথে খেলবো বলে,
নদীর মতো ছুটবো বলে
এলাম তোমার কাছে
বুঝোনা ভুল মিছে।
এবার সারা বর্ষা জুড়ে,
রাখবো তোমায় হৃদয়ে ভরে।
তবুও তুমি বুঝবে ভুল
ভাসিয়ে দিয়ে নদীর দুকূল,
ছুটবো মোরা মাঠ পেরিয়ে,
বনে-পথে-প্রান্তরে হারিয়ে।
ফিরবো আবার এক সাথেতে
শরৎ রানীর প্রথম প্রাতে।”