উৎসে নয় , মোহনায় নয়
মেঘের দোলাচলে ।
পাহাড়ে নয় , সমতলে নয়
শুকনো ঝর্ণার ডালে ।
পদচিহ্ন চিরস্থায়ী করার পিপাসায়
পথের পিচ্ছিলকেই বেশরম পান করে
অ-পান্থ হয়েছি ।
বহুমুখী ভালবাসাকে ভালো না বাসলে
বিধু বসন্তে কারফিউ ।
এইসব বোধের দংশনে পূর্ব -বোধ
গলতে গলতে বিকেল ছাড়ালো ।
আপাতত ,
নোঙর মুঠিতে নয় , বন্দর জেটিতে নয়
রজ্জুর চুম্বন সংশয়ে যন্ত্রস্থ আছি ।