ব্যস্ত একটি প্রহর হয় প্রবাহিত
জীবনের সার্থকতা খুঁজে ফিরি যেন,
তোমার বার্তা পেলাম যেন উচ্ছসিত
সহস্র অপেক্ষা তবু মনে মনে কেন?
বাৎসল্য পূর্ণতায় এগিয়ে চলার
তবু যে অতৃপ্তি হাহাকার মনে ,
অসীম দূরত্ব কেন তোমার আমার!
মন রয় অপেক্ষায় সাক্ষাতের ক্ষণে।
কাব্যধারা হয় সৃষ্টি বিরহ বেলায়
সন্ধ্যা দীপ জ্বেলে অপেক্ষায় আছি,
রঙীন ফুলেরা বাতাসে সুগন্ধী ছড়ায়
ঘুঁচবে গ্লানি মনের কাব্যে কাছাকাছি।
অজানা বাঁধন কেন কাঁদায় আমার
বন্ধুত্ব বলো বা প্রেম সে যাতনাময়।