ঘায়েল করলো কথার ছলে
তেঁতো খাওয়ায় মিষ্টি বলে ।
বুড়ি ঠাকমা ছাতনা তলায়
নাত জামাইকে মালা পরায়।
শুভ দৃষ্টি করতে গিয়ে
নাতনি বলে আমার বিয়ে।
মালা বদল দু’বার হলো
কি অশান্তি তোমরাই বলো !
বিয়ের পরে জুতো লুকায়
খালি পায়ে শুধু হাঁটায়।
দশ হাজারে পেলাম জুতো
ঘরে ঢুকতে পেলাম গুঁতো।
বাসর ঘরে নিয়ম রীতি
টাকা পেয়ে শালীর প্রীতি।
গানের লড়াই চলতে থাকে
তন্দ্রা এলে মারে টাকে।
পিপাসাতে ছাতি জ্বলে
নুনের জলে মাথা টলে।
কষ্ট দিয়ে কিসের মজা
বাড়ি ফিরে চলরে গজা।
মজা করার সীমা আছে
বৌটা তখন এলো কাছে।
রাগ করোনা এটাই রীতি
বন্ধ করো নাটক গীতি।