সমস্ত যাওয়ার মাঝে
জেগে থাকে ফিরে আসার ইঙ্গিত
ডুবে যাওয়া সূর্য লিখে যায়
একটি সুন্দর দিনের ফিরে আসার কথা
সোনালী আলোয় ফিরে ফিরে
ঘুরতে থাকে এক মায়াবী বিকেল
তোমার সৃষ্ট চরিত্রে
সদা সর্বদা মনে করিয়ে দেয়
সমাজের কথা বাস্তবের কথা
গানে কবিতায় ফেরে বাতাসের সুর
নিজের সাথে মিশে আছো
শয়নে স্বপনে সেই শিশুবেলা
স্কুলের শ্লেট পেন্সিলে
কৈশোরের রং তুলিতে
আজকের প্রতিটি দিনের সাথে
প্রতি ক্ষণে তুমি কবিগুরু।