বারুদ জমানো রয়েছে সাহসী বুকে
স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখায় জ্বলি যবে প্রয়োজন
তুচ্ছ ভেবোনা, আমিই আবার আলো করি গৃহকোণ
বিপ্লবী বুকে আগুন জ্বালাই যখন হয় প্রয়োজন।
নিস্তেজ আর নিষ্প্রাণ হয়ে যারা
ধুকতে ধুকতে ঘোরো, লাথি খেয়ে মরো,
তাদের বলছি, দাঁড়াও একবার ঘুরে
বুকের বারুদে ভস্ম করেই ছাড়ো।
দেশলাই কাঠি , ছোট্ট হলেও বুক ভরা তেজ আছে
অন্যায় দেখে ফোঁস করে জ্বলে উঠি,
বুকের বারুদে দাবানল শুয়ে আছে
অকুতোভয়েই সমানে লড়তে পারি।
ঈর্ষা তো করে কতো কেউ পৃথিবীতে
উপেক্ষা ঘৃণা করে আরও অনেকেই,
বুকের বারুদে আগুন ঘুমিয়ে আছে
বিপ্লব এনে দিতে পারি নিমেষেই।
উপেক্ষা করা মানায় না তোমাদের
জানি কার বুকে আগুন রয়েছে জমা
সত্যিকারের বিপ্লবী চিরো চেনা
একজন ই ছিলো দেশবাসী চিনলোনা।।