আমরা কৃষক আমরা শ্রমিক
বাংলা মায়ের গর্ব,
ফসল ফলাই মুসুর কলাই
দম্ভকে করি খর্ব।
গায়ে খাটি কাদা মাটি
সর্ব অঙ্গে মাখে,
দিনের শেষে ধানের বেশে
গোলায় ভরা থাকে।
ওগো হুজুর কুলি মজুর
তোমার সন্তান খাঁটি,
সকাল থেকে পাল্লা রেখে
কোপাই জলা মাটি।
ধানের রোপন বীজের বপন
চলে মাঠে ঘাটে,
পরিশ্রান্ত হয়ে ক্লান্ত
ফেরে আপন বাটে।