কিভাবে ফেরাবো নিজেকে নিজের কাছে ?
বিবাদী এ – মন আমার বশে কি থাকে !
বড় বেয়াদব ত্যাজ্য করবো ভাবি
মন ভেসে যায় পলকপাতের ফাঁকে ।
মনের দুপুরে চাতকের ওড়াউড়ি
নিশপিস দূরে উৎসের সন্ধান ,
প্রেমের উঠোনে যোজনগন্ধা স্মৃতি
বিকেল বেঞ্চে সকালের সাম্পান ।
মনের মোহনা ফিরে আসে পর্বতে
পাহাড় পারদে গলে যায় মেঘমায়া ,
মায়ার মিছিলে তুমুল বৃষ্টিপাত
বহুগামী মনে ডুবুরির প্রচ্ছায়া ।